মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সিরাজগঞ্জ জেলায় নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই/মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ২২/০৬/২০২২ খ্রি. তারিখ রাত্রী ১৮.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন শিয়ালকোল ইউনিয়নের বহুতী গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মুক্তা শেখ (২৮), পিতাঃ মোঃ মুসা শেখ, গ্রামঃ বাজার ভদ্রঘাট, থানা-কামারখন্দ ২। মোঃ সবুজ শেখ(২৫), পিতাঃ মৃত আবুল কাশেম, গ্রামঃ মিরপুর হায়দারপাড়া এবং ৩। মোঃ রাকিম সরকার (২০), পিতাঃ মোঃ হাসেম সরকার, গ্রামঃ চর বনবাড়িয়া সর্ব থানা ও জেলা -সিরাজগঞ্জদ্বয়ের হেফাজত হতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।