গুরুদাসপুর থানার মশিন্দা ইউনিয়নে মশিন্দা চড় পাড়ায় শাহ আলম (৬০) এর বাসা বাড়িতে গত বুধবার বিথী আক্তার পাখি (২০) ও জাকরিয়া (২৭) নামের দুই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটা রুম ভারা নেয়
সেখানে এক রাত থাকার পরে গত বৃহস্পতিবার বাড়ি মালিকের নগদ ৮০ হাজার টাকা,একটা নতুন ভ্যান গাড়ি এবং মেয়েটির টাচ মোবাইল,নগদ ১৬ হাজার টাকা ও কানের দুল সহ পালিয়ে যায়,
আজ শনিবার সরেজমিনে গিয়ে জানতে পারি ছেলে জাকারিয়া এখনও ফিরে আসেনি কিন্তু মেয়ে (পরি) সেখানেই তার ফেরার অপেক্ষায় আছে,
মেয়েটির কাছে এবং এলাকাবাসির কাছে জানতে পারি-ছেলের বাড়ি গুরুদাসপুর উপজেলার নাজির পুর ইউনিয়নের কুনুর বট তলায়,
তার বাবার নাম মোঃছলেমান,
এবং মেয়েটির বাড়ি চৈউগাছি থানার শ্রিপুরে,তার বাবার নাম মোঃমাজেদুল বিশ্বাস
মেয়ে বিথী আক্তার পরির দাবি-বাড়ি মালিকের ৮০ হাজার টাকা ও ভ্যান গাড়ি ফেরত দিয়ে ছেলে জাকারিয়া যেনো তার সাথে সংসার করে।
অলিউল্লাহ, গুরুদাসপুর প্রতিনিধি