FreedomNews24 Logo
Thursday, 25 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলা
  6. চলনবিল
  7. চাকরি
  8. জীবনযাপন
  9. প্রযুক্তি
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভিডিও
  13. শিক্ষা
  14. শিল্প ও সাহিত্য
  15. সর্বশেষ

প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

প্রতিবেদক
5ngwm
July 26, 2021 6:17 pm
প্রাণ ভরে শ্বাস নিক চট্টগ্রাম, বাঁচুক সিআরবি, বাঁচুক নগরীর ফুসফুস

অন্ধকারের চাদর খুলে সূর্য উঁকি মারতে না মারতে যেখানে পাখির কিচিরমিচিরে মুখরিত হয় চারপাশ, গাছের ছায়াতলে যেখানে পথশিশুদের আশ্রয়, বিকেল হলেই যেখানে আড্ডায় মেতে উঠে বন্ধুরা, কেউ বসে রং তুলি দিয়ে আঁকে, কেউ এক কোণে বসে ঠান্ডা বাতাসে অংক কষে, কেউ বা সিরিশতলায় ছয় ছক্কার জয়োধ্বনি দেয়, আবার অনকে শুধু চারপাশের বিচিত্র রং বিচিত্র কর্মশালা দেখবে বলে, নিজের সমস্ত ক্লান্তি অবসাদ দূর করবে বলে যে জায়গায় এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে প্রাণের সিআরবি চট্টগ্রামের ফুসফুস খ্যাত প্রকৃতিকর অকৃত অনুষ্ঠান, মেলা এমনকি অনেক সিনেমা নাটকের দৃশ্য ধারণ করা হয় এ সিআরবিতে। এ সিআরবির সৌন্দর্য্য বর্ধনের চুক্তিও হয়েছিলে এর আগে কিন্তু তার বদলে এখন এ নতুন চিন্তায় হতাশ চট্টগ্রামবাসী!এ খবরে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানজু্যমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ! চট্টগ্রামের ফুসফুস ও প্রাণভরে নিঃশ্বাস নেবার স্থানটিকে ঐতিহ্য হিসাবে সংরক্ষনের দাবি জানিয়ে অবিলম্বে এ ধরণের উদ্ধৃত সিদ্ধান্ত পরিবর্তনের আহবান জানিয়েছেন তারা।

১২ জুলাই রোজ সোমবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কে এনএম রিয়াদ প্রমুখ।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামে ঢাকার মতো রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন না থাকলেও হাজার বছরের গাছগাছালিতে আচ্ছাদিত নয়নাভিরাম এই উন্মুক্ত প্রাকৃতিক পরিসরটি নগরীর লক্ষ লক্ষ মানুষকে সতেজ শ্বাস নিতে সহায়তা করেছে। যার কারনে সংস্কৃতি অংগন ও বিনোদনের অন্যতম তীর্থস্থানে পরিনত হয়েছে এই সিআরবি। যা চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের সংগে মিশে আছে। কিন্তু হাসপাতাল করার মতো চট্টগ্রামে অনেক খালি জায়গা থাকার পরও সিআরবির প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করে হাসপাতাল স্থাপনের পরিকল্পনা নেয়া হলো তা কোন ভাইে বোধগম্য নয়।তাদের মতে,চট্টগ্রাম শহরের অদূরে কুমিরায় একটি বক্ষব্যাধি হাসপাতাল রয়েছে এছাড়া তার আশেপাশে প্রায় ১০ একর খালি জায়গা রয়েছে সেখানে ইউনাইটেড কর্তৃপক্ষ তাদের প্রকল্পিত হাসপাতাল এবং মেডিকেল কলেজ টি স্থাপনের জন্য বরাদ্দ করতে পারে!কিন্তু, কংক্রিটের শহরে এক টুকরু সতেজ প্রকৃতি, ছবির মতো সুন্দর আঁকাবাকা রাস্তা, সাধারণ মানুষের বসার জায়গা সর্বোপরি প্রাকৃতিক সৌন্দর্য্য অক্ষত রাখতে বিনোদনের তীর্থস্থান স্বর্গসম সিআরবি তে এ প্রকল্প বাস্তবায়ন যেনো না হয় এবং অবিলম্বে এ চুক্তি প্রত্যাখ্যান করার জন্য উর্ধ্বতন মহলে চট্টগ্রাম বসীর পক্ষ থেকে বিনীত নিবেদন রইলো!

-রাজিয়া সুলতানা,চট্টগ্রাম প্রতিনিধি

সর্বশেষ - প্রযুক্তি

আপনার জন্য নির্বাচিত