নাটোরের গুরুদাসপুরে পুলিশের অভিযানে জাল টাকাসহ মো.মনিরুল ইসলাম নয়ন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গুরুদাসপুর থানা পুলিশ। তিনি উপজেলার চাঁচকৈড় পুরান পাড়া মহল্লার সাইফুল ইসলামের ছেলে।
৩০ নভেম্বর মঙ্গল বার সকাল ১১টার দিকে চাঁচকৈড় রসুন হাট থেকে তাকে আটক করা হয়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মতিন এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গল বার সকাল ১১টার দিকে চাঁচকৈড় রসুন হাট থেকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২টি ও ৫শ টাকার ১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। নয়নের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা করা হয়েছে। ওই দিনই দুপুরের দিকে তাকে নাটোর আদালতে পাঠানো হয়েছে।মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার