সিরাজগঞ্জের তাড়াশে বাড়িতে বিদ্যুৎ নিতে সিমেন্টের খুঁটি পোতার সময়ে সে খুঁটি বাড়ির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক সরবরাহের মুল ২২০ ভোল্টের তারের সাথে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের চাচী ও ভাতিজা নিহত হয়েছেন। ১১-১০-২০২১ ইং সোমবার বিকালে সাড়ে ৪:৩০মিনিটের দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাতিজা রফিকুল ইসলাম (৩৫) ওই গ্রামের দেছের আকন্দের ছেলে ও চাচী মর্জিনা খাতুন (৪২) বাশি আকন্দের স্ত্রী। কয়েকদিন পুর্বে ওই গ্রামের দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। পরবর্তীতে তা অনুমোদন হলে সোমবার বিকাল ৪:৩০মিনিটে দিকে রফিক ও তার চাচী মর্জিনা খাতুন সিমেন্টের খুঁটি পোতার সময়ে সে খুঁটি বাড়ির ওপর দিয়ে যাওয়া ওই ২২০ ভোল্টের তারের সাথে লেগে যায়। এতে ভাতিজা রফিকুল ও চাচী বিদ্যুৎতায়িত হয়। ১৬ জন নিয়ে খুঁটি পোতার সময় অন্য সবাই ছিটকে পড়ে যায় । কিন্তু দুজন খুঁটি ধরে রাখার ফলে বৈদ্যুতিক স্পর্শে ওই দুজন আটকে যান এবং দুজনেই ঘটনাস্থলেই নিহত হন। পরে চতুর্দিকে খবর দ্রুত পেীছে যায়। পরে দ্রুত ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আতিকুল ইসলাম যটানস্থলে পেীছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি তাড়াশ থানায় অবহিত করলে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযোগের ভিত্তিতে লাশ দুটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেওয়া হয়। মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টের