রাজশাহী বিভাগে গত এক মাসে (২২ মে থেকে ২২ জুন) ২৪৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে ২৭৬ ও রাজশাহী বিভাগে ২৪৫ জনের মৃত্যু হয়। এক মাসের ব্যবধানে অন্যান্য বিভাগের তুলনায় শুধু মৃত্যুই নয় এ দুটি বিভাগের বিভিন্ন জেলায় বেড়েছে সংক্রমিত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। প্রায় তিন মাস পর ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ২০২০ সালের ৮ মার্চের পর থেকে আজ ২২ জুন পর্যন্ত করোনা শনাক্তে সরকারি ও বেসরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে মোট ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি নমুনা পরীক্ষা করে ৮ লাখ ৬১ হাজার ১৫০ জন রোগী শনাক্ত হয়। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭০২ জনের।গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগে মোট ৭৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২৭ জনের মৃত্যু হয় খুলনা বিভ