বাংলাদেশের জাতীয় অধ্যাপক জনাব ড.রফিকুল ইসলামের মৃত্যুতে প্রায় ভেঙে পরেছে নজরুল সংগীতাজ্ঞন।
তিনি ১৯৯০ -৯৬ বর্ষের নজরুল একাডেমীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের অন্যতম বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল অধ্যাপক,নজরুল চেয়ার প্রাপ্ত নজরুল ইন্সটিটিউট এর দীর্ঘ সময়ের ট্রাষ্টি বোর্ডের চ্যয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক, ২১শে পদক প্রাপ্ত ও বাংলা একাডেমীর সভাপতি, ভাষাতত্বের ঊপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এই গুণী ব্যাক্তিত্ব আজ দুপুরের পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন( ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তির এক ভিডিও মহোরতে একুশে সনদ প্রাপ্ত নজরুল সংগীত শিল্পী জনাব সাদিয়া আফ্রিন মল্লিক বলেন;
“জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম চলে যাওয়া এদেশে নজরুল চর্চার এক অপুরনীয় ক্ষতি হয়ে গেল”
প্রখ্যাত শিল্পী ইয়াসমিন মুস্তারি বলেন; “তিনি ছিলেন সবার অবিভাবকের মতো তার কর্মের মধ্যে তিনি বেচে থাকবেন আমাদের মাঝে”।
এ সময় ড.রফিকুল ইসলাম স্মরণে বিভিন্ন স্মৃতিচারন করেন প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী
ফাতেমাতুজ্জোহরা, মাহমুদুল হাসান,শহিদ কবির পলাশ,শাহ্জামাল সাগর সহ প্রমুখ শিল্পীবৃন্দ।
এ সময় দেশের প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী সহ এ প্রজন্মের অনেক নজরুল সংগীত শিল্পী উপস্থিত ছিলেন।
এ সময় তার আত্মার শান্তি কামনার মুহুর্তে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারন ঘটে, যেন শোকে ছেয়ে যায় পুরো শুটিং স্পট।
-শাহ্জামাল সাগর
ঢাকা