FreedomNews24 Logo
Monday, 6 May 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলা
  6. চলনবিল
  7. চাকরি
  8. জীবনযাপন
  9. প্রযুক্তি
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভিডিও
  13. শিক্ষা
  14. শিল্প ও সাহিত্য
  15. সর্বশেষ

যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

প্রতিবেদক
5ngwm
December 5, 2021 6:04 pm
যশোরে স্ত্রীকে হাত পা বেধে রেখে স্ত্রীর মুখে বিষ ঢেলে হত্যা করে পাষন্ড স্বামী

যশোরে স্ত্রীকে বিষ পানে হত্যা করার পর শ্বশুরবাড়ির লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে শহরের স্টেডিয়াম পাড়ার কুখ্যাত সন্ত্রাসী শেখ সাহাবুর রহমান সাবু (৪০)। হত্যাসহ ১০ মামলার আসামি এই সন্ত্রাসীর ভয়ে আতংকে রয়েছে শ্বশুর মোবারক গোলদার। এমনকি কাজের জন্য বাড়ির বাইরেও যেতে পারছেন না।

এমন অভিযোগ এনে গত শনিবার যশোর কোতয়ালি থানায় জিডি করেছে মোবারক গোলদার। জিডি নম্বর-১৮০, তারিখ-০৪-১২-২০২১। জিডিতে সাবুসহ তিনজনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি শহরতলীর খোলাডাঙ্গা মধ্যপাড়ার বাসিন্দা।

মোবারক গোলদারের অভিযোগ, তার মেয়ে শারমিন আক্তার প্রীতির (৩০) সাথে ১২ বছর আগে বিয়ে হয় খড়কী স্টেডিয়াম পাড়ার মৃত শামছুর রহমানের ছেলে শাহাবুর রহমান সাবুর। বিয়ের পর তিনি জানতে পারেন সাবু একজন শীর্ষ সন্ত্রাসী। দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান আছে। বিয়ের পর থেকে সাবু যৌতুকের জন্য নানাভাবে প্রীতির ওপর নির্যাতন চালাতো। মেয়ের সুখের কথা চিন্তা করে তিনি ৭/৮ লাখ টাকা দেন সাবুকে। কিছুদিন চুপ থাকার পর ফের ২ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করতে শুরু করে।

বিষয়টি নিয়ে তারা পারিবারিকভাবে মিমাংশায় বসেন। ওই মিমাংশা সভায় শাশুড়িকেও মারপিট করে সাবু। তবুও মেয়ের কথা চিন্তা করে টাকা দেয়ার আশ্বাস দেন। গত ২৯ নভেম্বর তারা মেয়ে সাবুর বাড়িতে সংসারের কাজ করছিল। বিকেলে টাকার জন্য তাকে মারপিট করে সাবু। তার শরীরের সমন্ত জায়গায় আঘাতের চিহ্ন করে দেয়া হয়। কালশীরা দাগ পড়ে যায় শরীরের বিভিন্ন স্থানে। মারপিটের এক পর্যায়ে সাবু ও তার বোন শুকরিয়া বেগম ওরফে দুধচিনির (৬০) সহযোগিতায় প্রীতির হাত-পা দড়ি দিয়ে বেঁধে মুখে বিষ ঢেলে দেয়।

সে সময় মৃত্যুর যন্ত্রনায় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রীতি দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরদিন ৩০ নভেম্বর প্রীতি মারা যায়। বলা হয় প্রীতি বিষপানে আত্মহত্যা করেছে। এই ঘটনায় তিনি সাবু ও তার বোন দুধচিনি এবং এই এলাকার সুজনের (২৮) বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দেন।
এই মৃত্যুর ঘটনায় স্টেডিয়াম পাড়ার সর্বস্তরের মানুষ ক্ষিপ্ত হন। তারা এলাকায় এই ঘটনার প্রতিবাদে ঝাটা মিছিল করে। দ্রুত সাবুকে আটকের জন্য দাবি জানায়। কিন্তু পুলিশ জানিয়ে দেয় লাশের ময়নাতদন্তের জন্য অপেক্ষা করতে হবে।

মোবারক গোলদার জানিয়েছেন, থানায় অভিযোগ দেয়ার পর থেকে সাবু সার্বক্ষণিক তার পরিবারের ওপর নজর রাখে। প্রতিদিন ১০/১২টি মোটরসাইকেলে করে ২০/২৫ জন তার বাড়ির আশেপাশে মহড়া দেয়। প্রতিনিয়ত নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে। এলাকার লোকজনকে বলে বেড়াচ্ছে ‘খুন একটি করলেও যা একাধিক করলেও তাই। কেউ কোনও কিছু করতে পারবে না’। বর্তমানে তিনি জীবিকার প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারছেন না। পরিবারের লোকজন ভীতসন্ত্রস্থ হয়ে দিন কাটাচ্ছে। তিনি এবিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন জিডিতে।

মোবারক গোলদারের দায়েরকরা অভিযোগটি তদন্ত করছেন কোতায়ালি থানার এসআই কামাল হোসেন। তিনি জানিয়েছেন, দুই পক্ষের পরস্পর বিরোধী অভিযোগের প্রেক্ষিতে প্রীতির লাশের ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত ব্যবস্থা নিতে পারছি না। তবে শ্বশুরবাড়ির লোকজনকে হুমকির ঘটনায় জিডি হয়েছে বলে শুনেছি। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মোঃ তৌফিকুল স্টাফ রিপোর্টার

সর্বশেষ - চলনবিল

আপনার জন্য নির্বাচিত
১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যদিবস

১৫ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুর মৃত্যদিবস

রাজনীতির টার্নিং পয়েন্ট আগামী ১০ দিন প্যারোল না জামিন, শপথ না বর্জন সব সুরাহা

তাড়াশে ইউপি নির্বাচনে সগুনায় নোকার মাঝি হয়েছেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী

তাড়াশে ইউপি নির্বাচনে সগুনায় নোকার মাঝি হয়েছেন মোঃ নজরুল ইসলাম চৌধুরী

খুলনায় এক সপ্তাহের জন্য বাস ও ট্রেন চলাচল বন্ধ

নিন্দুকদের নিন্দাকে কিক মেরে লিও মেসি কোপা আমেরিকা ফাইনালে মুচকি হাঁসি হাঁসলেন

নিন্দুকদের নিন্দাকে কিক মেরে লিও মেসি কোপা আমেরিকা ফাইনালে মুচকি হাঁসি হাঁসলেন

ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল বাংলাদেশের দিকে!

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

RAB-5 এর অভিযানে বিদেশী পিস্তল,ম্যাগজিন ও গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

তাড়াশে মানপত্র আনতে দেড়ি হওয়ায় সহকারী শিক্ষক মারপিট করলো প্রধান শিক্ষককে

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন পূরণে নাটোরের মেধাবী ছাত্র সুজন আলীর পাশে- পুসান

বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১