সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাদোরসৈয়দপুর গ্রামের সবুজ পারার খলিল ফকির নামে (৬৫) বছরের এক ব্যাক্তি ওই একই গ্রামের আলিফ নামে (৭) বছরের অবুঝ বালক কে ধর্ষণ করেছেন,সরজমিনে গিয়ে বালক আলিফ ও আসে পাশের সবার কাছে জানা যায় ,নাদোরসৈয়দপুর বাজারে খলীল ফকিরের একটি মুদি খানার দোকান রয়েছে,এবং আলিফ ও নাদোরসৈয়দপুর বাজারে একটি দোকানে কাজ করেন,গত রাত নয়টায় খলীল ফকির অবুঝ ছোট শিশু আলিফ কে বিভিন্ন খাবার দেবার কথা বলে একটি রুমে নিয়ে যায় রুমে নিয়ে গিয়ে খলীল ফকির অবুঝ শিশু আলিফ কে জোর পূর্বক ধর্ষণ করেন,তখন আলিফ চিৎকার করলে বাজারের আসে পাশের মানুষ গিয়ে আলিফ কে উদ্ধার করেন,এবং চিকিৎসার ব্যবস্থা করেন, এই নাদোরসৈয়দপুর গ্রামের অনেক মানুষের অভিযোগ এই খলীল ফকিরের ওপরে ,জে এই খলীল ফকির এই নাদোরসৈয়দপুর গ্রামের আরো অনেক অবুঝ শিশুর সঙ্গে এই কাজ করেছেন,গ্রামের মানুষ সবাই প্রশাসনের কাছে তার শাস্তি বা বিচার চান, আবু সাঈদ ক্রাইম রিপোর্টার