মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী আধুনিক সদর হাসপাতালে রোগীদের মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও রোগীর স্বজনরা। রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে রোগীর স্বজন ও এলাকাবাসী। এরপর সিভিল সার্জন অফিস ঘেরাও করেন তারা। পরে সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন ও অতিরিক্ত পুলিশ সুপার বেলা আড়াাইটার দিকে রোগীর স্বজনদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে ফিরে যান বিক্ষুব্ধরা এলাকাবাসী ও রোগীর স্বজনরা। ঘটনা তদন্তে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি দল গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আগামী তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে তদন্তকারী কমিটিকে। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মন। উল্লেখ্য, শনিবার রাতে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মহিলা ওয়ার্ডে কয়েকজন রোগীকে মেয়াদোত্তীর্ণ সোডিয়াম ক্লোরাইড স্যালাইন প্রয়োগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি রোগীর স্বজনরা টের পেলে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী ও রোগীর স্বজনরা।
![](https://freedomnews24.com/wp-content/uploads/2021/04/2019-1904240824.jpg)
![মেয়াদোত্তীর্ণ স্যালাইন প্রয়োগের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সিভিল সার্জন অফিস ঘেরাও](https://freedomnews24.com/wp-content/uploads/2023/02/মেয়াদোত্তীর্ণ-স্যালাইন-প্রয়োগের-ঘটনায়-জড়িতদের-বিচারের-দাবিতে-সিভিল-সার্জন-অফিস-ঘেরাও.webp)