তাড়াশে ৮৫ বছরের বৃদ্ধ পিতাকে বাড়ী থেকে বের করে দেয় বড় ছেলে আক্কাছ। সিরাজ গঞ্জ জেলার তাড়াশ উপজেলার অন্তর্গত সগুনা ইউনিয়নের চরকুশা বাড়ী সবুজ পাড়া মান্না মুন্সির আমতলা বৃদ্ধ মোঃ আকরাম আলী বয়স ৮৫ বছর তার পুএ মোঃ আক্কাস আলী তার পিতাকে নির্যাতন করে বাড়ি থেকে বাহির করে রাস্তায় দিয়েছেন খেতা বালিস লেপ পাটি রাস্তায় সেই বৃদ্ধ কান্নাকাটি শুরু করে আহাজারি করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় আলাামিন ও দেরোযার এবং ইব্রাহিম বলেন আক্কাছ আলী তার বৃদ্ধ পিতা আকরাম আলীকে বড় পুত্র আকাছ আলী তার বাড়ী থেকে বের করে দেয়। বৃদ্ধ আকরাম আলী তার উপর মানষিক ও শারিরীক নির্যাতন করে আমাকে বাড়ী থেকে বের করে দিয়েছে। তিনি আরো বলেন আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নিকট এই আমি বিচার চাই।
-মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার