সোমবার নয়, বৃহস্পতিবার থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’
করোনা মহামারি নিয়ন্ত্রণে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে দেশে ‘সর্বাত্মক লকডাউনের’ ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, সোমবার থেকে ‘কঠোর লকডাউনে’ যাওয়ার কথা জানিয়েছিল সরকার।
সভাসূত্রে জানা গেছে, মানুষের প্রস্তুতি, চলমান বাজেট অধিবেশনসহ বেশ কিছু বিষয় বিবেচনায় নিয়ে বুধবার পর্যন্ত চলমান বিধিনিষেধই বলবৎ থাকবে। বৃহস্পতিবার থেকে সর্বোচ্চ কঠোরতা প্রদর্শন করবে সরকার।