রাত ৮’টার পর চট্রগ্রামে দোকানপাট বন্ধ করার নির্দেশ।মনিটরিং এ থাকবে চট্রগ্রাম জেলা প্রশাসনের ১২’টি টিম।
ফটিকছড়ি’তে আজ থেকে শুরু আট দিনের লকডাউন।
ফটিকছড়ির সাথে চট্রগ্রামের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন।
নিরুপায় প্রবাসীরা! চট্টগ্রামে করোনার টিকা আপাতত পাওয়া যাবে না। সুরক্ষা এ্যাপটি রেজিষ্ট্রেশন চালু করা হলে সবাই টিকা পাবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। প্রবাসী কল্যান অফিসের সামনে প্রবাসীদের বিক্ষোভ!