নাটোর শহরের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) ভোর রাতে শহরের হাজরা নাটোরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে ঐ এলাকার মৃত মনতাজ আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল আহম্মেদ ওরফে মুরগী সোহেল দীর্ঘদিন ধরে একজন খ্যাতনামা কৃষিবিদকে হুমকি ধামকি দিয়ে চাঁদা আদায় করে আসছিল।
নাটোর পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনের খরচ বাবদ ঐ কৃষিবিদের কাছে মোটা অংকের টাকা দাবী করলে বিষয়টি তিনি পুলিশকে জানান।পুলিশ অভিযোগ পাওয়ার পর পরই অভিযান চালিয়ে মুরগী সোহেলকে চাঁদার টাকাসহ গ্রেফতার করে এবং আদালতে পাঠায়।আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করে। আবু সাঈদ ক্রাইম রিপোর্টার