FreedomNews24 Logo
Friday, 26 April 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. খেলা
  6. চলনবিল
  7. চাকরি
  8. জীবনযাপন
  9. প্রযুক্তি
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভিডিও
  13. শিক্ষা
  14. শিল্প ও সাহিত্য
  15. সর্বশেষ

নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

প্রতিবেদক
5ngwm
February 15, 2022 7:25 pm
নাটোরের গুরুদাসপুরে বিলুপ্তপ্রায় প্রকৃতির শিমুল ফুল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃরহমত আলী

ঋতুরাজ বসন্তের আগমনে আবহমান গ্রামবাংলার প্রকৃতিকে রাঙিয়ে অনেক ফুল ফোটলেও এখন আর তেমন চোখে পড়েনা রক্তলাল নয়নাভিরাম শিমুল ফুল। কিন্তু কালের বিবর্তনে নাটোরের গুরুদাসপুরে আগুন ঝরা ফাগুনে চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের অপরূপ সাজে সজ্জিত শিমুল গাছ এখন প্রায় বিলুপ্তির পথে।

বিগত এক-দেড় যুগ আগেও উপজেলার বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়ির আঙ্গিনায় আনাচে কানাচেসহ রাস্তার ধারেও অনেক শিমুল গাছ দেখা যেতো। প্রতিটি গাছে গাছে প্রস্ফুটিত শিমুল ফুলই স্মরণ করিয়ে দিতো বসন্তের আগমনকে।
শীতের পরেই ঋতুরাজ বসন্ত আগমনের সাথে সাথে প্রকৃতিতে লেগেছে তার ছোঁয়া। প্রতিটি গাছেই আসতে শুরু করেছে নতুন পাতা। প্রকৃতিতে দক্ষিণা বাতাসে আম্রমুকুলের মৌ মৌ ঘ্রাণে মুগ্ধ চারিদিক। কোকিলের সুমিষ্ট কুহুতালে ফাগুনের উত্তাল বাসন্তী হাওয়া দিচ্ছে দোলা। গাছে গাছে জেগে উঠেছে সবুজ পাতা। মুকুল আর শিমুল ফুল দেখে বোঝা যায় শীত বিদায় নিয়ে এসেছে ফাগুন।

শিমুল গাছের শাখাগুলো বসন্তের আগমনে লাল শাড়ির ঘোমটা পরা গ্রাম্য নববধূর সাজে সজ্জিত হতে দেখা যায়, যা ব্যর্থ প্রেমিকের মনেও জাগিয়ে তোলে আশা। অন্যান্য গাছের তুলনায় শিমুল গাছ অনেক উঁচু হওয়ায় বহু দূর থেকে এ মনোরম দৃশ্য চোখে পড়ে। জোয়ার এনে দেয় কবির কল্পনার জগতে। কেবল সৌন্দর্যই বিলায় না শিমুল গাছের রয়েছে নানা উপকারিতা ও অর্থনৈতিক গুরুত্ব।
জানা যায়, প্রাকৃতিক ভাবে তুলা আহরণের অন্যতম অবলম্বন শিমুল গাছ। এ গাছের সব অংশেরই রয়েছে ভেষজগুণ। বীজ ও কান্ডের মাধ্যমে এর বংশবিস্তার হয়। রোপণের ৫-৬ বছরের মধ্যে শিমুল গাছে ফুল ফোটে। ৯০ থেকে ১০০ ফুট পর্যন্ত লম্বা হয়। সেই তুলনায় বেশ মোটাও হয় । নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে শিমুল গাছ শতবছরেরও বেশি সময় পর্যন্ত বেঁচে থাকে। শীতের শেষে পাতা ঝরে পড়ে।বসন্তের শুরুতেই গাছে ফুল ফোটে। আর এ ফুল থেকেই হয় ফল। চৈত্র মাসের শেষের দিকে ফল পরিপক্ক হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সাথে উড়ে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়া বীজ থেকেই এর জন্ম হয়। এর ছাল, পাতা ও ফুল গবাদিপশুর খুব প্রিয় খাদ্য। বালিশ, লেপ ও তোষক তৈরিতে শিমুল তুলার জুড়ি নেই।
অথচ বর্তমানে মানুষ এ গাছকে তুচ্ছ মনে করে কারণে অকারণে কেটে ফেলছে। অতীতে ব্যাপকহারে নির্মাণ কাজ, টুথপিকসহ নানা ধরনের প্যাকিং বাক্স তৈরি ও ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার হলেও সেই তুলনায় রোপণ করা হয়নি। ফলে আজ বিলুপ্তির পথে। শিমুল গাছ উজাড় হওয়ার ফলে পরিবেশের উপরে পড়েছে নেতিবাচক প্রভাব।

এ গাছ অনেক উঁচু হওয়ায় কাক, কোকিল, চিল, বকসহ বিভিন্ন ধরনের পাখি বাসা বেঁধে বসবাস করত। এ গাছ উজাড় হওয়ার ফলে এসব পাখিরা আবাসস্থল হারিয়ে পড়েছে অস্তিত্ব সংকটে। গাছ না থাকায় আবাসস্থলের অভাবে ধীরে ধীরে এসব পাখিরাও হারিয়ে যাচ্ছে।

রাকাব গুরুদাসপুর শাখার সিনিয়র কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান রাসেল বলেন, আগে গ্রামে প্রচুর শিমুল গাছ ছিল। এই শিমুল ঔষধি গাছ হিসেবেও পরিচিত। গ্রামাঞ্চলের মানুষ বিষফোঁড়া ও কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এ গাছের মূল ব্যবহার করত। খাঁকড়াদহ গ্রামের আব্দুল মান্নান বলেন, ‘একটি বড় ধরনের গাছ থেকে তুলা বিক্রি করে ১০-১২ হাজার টাকা আয় করা সম্ভব। আগের তুলনায় এখন শিমুলের তুলার দাম অনেক বেশি। এর পরও এই গাছ নিধন হচ্ছে প্রতিনিয়ত।’

এ বিষয়ে কালের কণ্ঠের গুরুদাসপুর প্রতিনিধি সাংবাদিক আলী আককাছ বলেন, শিমুল গাছ রক্ষায় এখনই ব্যবস্থা না নিলে এক সময় উপকারী গাছের তালিকা থেকে এ গাছটি হারিয়ে যাবে। ভবিষ্যৎ প্রজন্ম হয়তো জানতেও পারবে না বাংলার মাটিতে শিমুল নামের কোন গাছ ছিল।

সর্বশেষ - বাংলাদেশ

আপনার জন্য নির্বাচিত

জার্মানি–হাঙ্গেরি ম্যাচের আগে ‘রংধনু’ ছায়া

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

চাপাইনবাবগঞ্জে অটোরিকশা ছিনতাইকারী ৪ জনকে আটক করেছে পুলিশ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণ

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

নাটোরের গুরুদাসপুরে মারধর ও ছিনতাই

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

গণপরিবহন-মার্কেট বন্ধ, সীমিত লকডাউন শুরু, অফিসগামী মানুষের ভোগান্তি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠিত

বান্দরবান এ নওমুসলিম ইমাম ফারুক কে মসজিদের সামনে গুলি করে হত্যা।।

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

পরকিয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো যুবক ও যুবতী

গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম