মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
তাড়াশ উপজেলায় গভীর রাতে নিজেদের আলাদা ঘরে উভয়ের পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক সর্ম্পকে জড়িয়েছিল শ্বাশুড়ি ও ছেলের বউ। ঘটনা বুঝতে পেরে প্রতিবেশীরা এসে তাদের আটক করেন। সকালে তাদের সোর্পদ করা হয় থানা পুলিশের কাছে। শ্বাশুড়ি ও ছেলের বউয়ের এমন কাণ্ডে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) গভীর রাতে জেলার তাড়াশ উপজেলার দেশীগ্রামে এ ঘটনা ঘটে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষণের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয় দেশিগ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক জানান, ঘটনার রাতে ওই বাড়ির সাঈদ তালুকদার বাড়িতে ছিলেন। এই সুযোগে তার স্ত্রী লতা খাতুন এবং বিধবা মা শারমিনা বেগম নিজেদের আলাদা ঘরে প্রতিবেশী দুই পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কাজে জড়িত ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী আপত্তিকর অবস্থায় তাদের ধরার পর দুই পরকীয়া প্রেমিক ও বউ-শাশুড়িকে আটকে রেখেছিল। বুধবার (২৯ জুন) সকালে তাদের পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।
লাভনী খাতুন লতা জানায় ও তার পরকীয়া প্রেমিক সুমন হোসেন বলেন, ১১ বছর ধরে আমরা দুজন দুজনকে ভালবাসি। এখন আমাদের বিয়ে করে নেয়া ছাড়া কোন উপায় নেই। আমাদের দুজনের সংসারে একটি করে কন্যা শিশু রয়েছে।
আর সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বিধবা শারমিনা বেগম ও তার পরকীয়া প্রেমিক সবুজ হোসেনও বিয়ের সিদ্বান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, ছেলের বউ, শ্বাশুড়ি ও তাদের দুই পরকীয়া প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।