মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত একটি গাড়ি। এতে পিকআপ ভ্যানের পাশে থাকা চালকসহ দু’জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার মহিষলুটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে পিকআপ ভ্যানচালক কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনির জাহাঙ্গীর আলম (৪৭)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ভোরে মহিষলুটি মাছের আড়তে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি বিকল হয়ে পড়ে। এ অবস্থায় গাড়িটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করছিলেন চালক কিরণ ও জাহাঙ্গীর আলম।
এসময় অজ্ঞাত একটি গাড়ি তাদের পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।