কুমিল্লা তে মন্দিরে হনুমানজীর পায়ের উপর পবীত্র কোরআন রেখে আসা ব্যাক্তিকে সিসি টিভির ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ।এটা ইসলাম ধর্মের কঠোর অবমাননা বলে অসন্তোষ জানিয়েছেন সাধারণ মানুষ।
ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে অভিযান চলেছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুত গ্রেফতার হবে এই উস্কানিদাতা এবং এর আসল সত্য উন্মোচিত হবে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে একটা চক্র দেশে গোপনে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত। এরই ধারাবাহিকতায় এবছর বেশ কিছু ঘটনা ঘটেছে। প্রশাসনের কঠোর নজরদারি ও তৎপরতার কারণে তার নিয়ন্ত্রণ করা গেছে।
এখন এই চক্রের শিকর উপরে ফেলা সময়ের দাবি বলে জানিয়েছেন সুশিল সামাজের প্রতিনিধিগন।
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার।
এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননাসংক্রান্ত খবরটি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে। এতে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রতি বিনষ্ট করার উদ্দেশ্যে যদি কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে না নেওয়ার জন্যও আহ্বান জানানো হয়েছে।