নাটোর সদর উপজেলা, সুলতানপুর গ্রামের মেধাবী ছাত্র সুজন আলী। পিতা: মোঃ সোহরাফ আলী। সুজন আলী গুচ্ছ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ১১৮৪ তম মেধাস্থান অর্জন করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও পারিবারিক অস্বচ্ছলতার কারণে ভর্তি অনিশ্চয়তায় হতাশ হয়ে পড়ে। এমতাবস্থায়, সুজন সহযোগীতার জন্য “পাব্লিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নাটোর”- (পুসান) এর শরণাপন্ন হয়ে পুসানের প্রতিষ্ঠাতা সভাপতি- তানভীর আনোয়ার এবং সাধারণ সম্পাদক মুরছালিন মিঠুর সাথে যোগাযোগ করেন।

তাঁরা অনতিবিলম্বে পুসানের উপদেষ্টা মণ্ডলীদের মাঝে বিষয়টি অবগত করলে পুসান উপদেষ্টা- আমিনুল ইসলাম, ফরাজী বাবন এবং এ.আর রাজী স্যার, সুজন আলী কে বিশ্বিবদ্যালয়ে ভর্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
সর্বপরি, পুসানের এমন দ্বায়িত্বশীলতা ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুজন আলী ও তাঁর পরিবার।
– জয়নুল আবেদীন নান্নু
সিনিয়র রিপোর্টার
মোবাঃ ০১৭৭৩১৮০০৫৮