Wednesday , 23 June 2021
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

বান্দরবান এ নওমুসলিম ইমাম ফারুক কে মসজিদের সামনে গুলি করে হত্যা।।

প্রতিবেদক
5ngwm
June 23, 2021 8:25 am

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নওমুসলিম ইমাম ফারুক কে ১৮ জুন রোজ শুক্রবার বাসা থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়..! শুক্রবার রাত ৮ টা নাগাত এ ঘটনা ঘটে।রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ কবির জানান, ওই উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে, যা থানা থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে। তবে এ ঘটনার পিছনের কারণ এবং খুনি কাউকেই এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত ইমাম মোঃ ওমর ফারুক ছিলেন একজন নওমুসলিম। তিনি বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ছিলেন। বয়স ৪৫ এর কাছাকাছি! তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন থাকলেও বছর কয়েক আগে তিনি প্রথমত খ্রিষ্টান ধর্ম এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহন করেন। এবং তুলাঝিড়িতে একটি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করেন। জানা গেছে তার দেখাদেখি স্থানীয় দের মধ্যে অনেকেই ইসলাম ধর্মের প্রতি ঈমান এনে ধর্ম স্থানান্তরিত করে।

বান্দরবান  এ নওমুসলিম   ইমাম  ফারুক  কে   মসজিদের সামনে গুলি করে হত্যা।।

সর্বশেষ - অপরাধ