ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে বন্ধুত্ব-০৬ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ সালের এস এস সি শিক্ষার্থীদের দারা পরিচালিত সংগঠনটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
এসময় এলাকার ১০০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার বাবাদ ঈদ বাজার করে দেওয়া হয়।
বন্ধুত্ব -০৬ এর সাধারন সম্পাদক তারেক হাসান জানান,আমরা ঈদ, পুজা এবং বিভিন্ন দূর্যোগে নিজেদের সাধ্যমতে এলাকার মানুষের পাশে থাকার চেস্টা করি, এবারো তার ব্যতিক্রম হয়নি।
সংগঠনটির সভাপতি রাশেদ আহমেদ শাওন জানান, হাটগোপালপুর একটি ঐতিহ্যবাহি এলাকা।
আমরা আনন্দ করবো আর পাশের বাড়ির কেউ না খেয়ে থাকবে তা আমাদের জন্য মেনে নেয়া কস্টের, এবং আমরা বিসসাস করি আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে হয়,এই উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে আমরা ঈদ উপহার বিতরন করে আসছি। আমাদের পরে অনেকেই এমন কাজে এগিয়ে এসেছে যা আমাদেরকেও আনন্দ দেয়। ৱ
তিনি আরো জানান, বন্ধুত্ব-০৬ সারা জীবন অসহায় মানুষের পাশে থাকবে।

