মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরে ৩১৫ গ্রাম হেরোইনসহ ফিরোজ শেখ (৫৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাটোর নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২০ জুন) সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার একডালার বনলতা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৩১৫ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
নাটোর র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ফিরোজ শেখ দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার সমজান শেখের ছেলে।
তিনি জানান, সোমবার (২০ জুন) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার একডালা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাসি চালিয়ে এক যাত্রীর কাছ থেকে ৩১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।তিনি আরও জানান, তিনি ওই হেরোইন বিক্রির জন্য দিনাজপুর নিয়ে যাচ্ছিল। এ বিষয়ে নাটোর সদর থানায় একটি মামলা করা হয়েছে।