FreedomNews24 Logo
Sunday , 26 June 2022
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

প্রতিবেদক
mdbulbul1015
June 26, 2022 8:08 am
নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক নাসিম জেল হাজতে

মোঃ তৌফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

নাটোরে তথ্য প্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর সাংবাদিক নাসিম উদ্দীন নাসিমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। মামলার অপর অভিযুক্ত সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে ও আটকের জন্য গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারকাজ চলা অবস্থায় আইনজীবীদের বসার আসনের পিছনে আদালতের একজন পিয়ন বসে ঘুমাচ্ছেন এমন একটি ভিডিও নিজের আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও নাজমুল হাসান নাহিদ। সেখানে নাসিম লিখেন “ নাটোর জেলা ও দায়রা জজ আদালত-২ একজন পিয়ন বিচারিক কার্যক্রম চলাকালে বিচারকের উপস্থিতিতে এজলাসে ভাতঘুম দিচ্ছে”। একজন ভুক্তভোগী ভিডিওটি ধারণ করেছে বলেও তিনি শেয়ারের সময় উল্লেখ করেন। ভিডিওটি আদালতের নজরে আসলে আদালত বাংলাদেশ প্রতিদিন ও নিউজ চ্যানেল ২৪এর জেলা প্রতিনিধি সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও গুরুদাসপুর উপজেলার করতোয়া প্রতিনিধি ও চলনবিল আইপি টিভির ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক নাজমুল হাসান নাহিদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। একই আদালতের পেশকার আল আমিন ভুইয়াঁ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর শুক্রবার রাত তিনটার দিকে নাটোর থানা পুলিশ সাংবাদিক নাসিমকে তার নাটোর শহরের বাসা থেকে গ্রেফতার করেছে। শনিবার বিকেল ৫টার দিকে সাংবাদিক নাসিম উদ্দীন নাসিমকে নাটোর থানা হাজত থেকে নাটোরের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় আদালতে সাংবাদিক আইনজীবী মুক্তার হোসেন তার জামিন আবেদন করেন। আদালতের বিচারক মেহেদী হাসান সাংবাদিক নাসিমকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেন।

সাংবাদিক নাজমুল হাসান নাহিদকে আটকের জন্য এ সময় আদালতের বিচারক গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।

সর্বশেষ - চলনবিল

আপনার জন্য নির্বাচিত