সাব্বির ইসলাম (ক্রাইম রিপোর্টার)
সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল অদ্য ১২ জুন ২০২২ ইং তারিখ ১২:৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সিংড়া থানাধীন ছাতারবাড়িয়া বাজার এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে এশটি বিশেষ অভিযান পরিচালনা করে, (ক) বাংলাদেশী কথিত জাল ১০০০ (এক হাজার) টাকার নোট – ১৫ টি, (খ) মোবাইল- ০২ টি, (গ) সীমকার্ড- ০৩ টি, (ঘ) মেমোরী- ০১ টি, (ঙ) মোটর সাইকেল- ০১ টিসহ আসামী ১। মোঃ আমিনুল হক @ মিঠু(২৬), পিতা- মৃত রেজাউল হক, মাতা- মোছাঃ আনোয়ারা বিবি, সাং- বনমালিকুড়ি, থানা- রানীনগর, জেলা-নওগাঁকে গ্রেফতার করেন। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, নাটোর জেলার সিংড়া থানাধীন ছাতারবাড়িয়া বাজার সংলগ্ন ব্রিজের উপর কতিপয় ব্যক্তি বাংলাদেশী তৈরি কথিত জাল টাকা নিয়ে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় র্যাবের একটি গোয়েন্দা টিম অবস্থান নেয়। পরবর্তীতে রাত ১২:৩০ ঘটিকার সময় কথিত জাল টাকাসহ গ্রেফতার করা হয়। উপরোক্ত ঘটনায় নাটোর জেলার সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।