FreedomNews24 Logo
Monday , 26 July 2021
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলা
  8. চলনবিল
  9. চাকরি
  10. জীবনযাপন
  11. প্রযুক্তি
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. ভিডিও

দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ ১,২৫১ চিকিৎসককে

প্রতিবেদক
mdbulbul1015
July 26, 2021 6:13 pm
দ্রুত হাসপাতালে যাওয়ার নির্দেশ ১,২৫১ চিকিৎসককে

দেশে আবারো করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে।করোনাভাইরাস মহামারি সুষ্ঠুভাবে মোকাবিলা এবং জনসেবা নিশ্চিত করার জন্য সরকার মোট ১ হাজার ২৫১ জন চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে সংযুক্তি দিয়ে পদায়ন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ৪ এবং ৫ জুলাইয়ের তারিখে বেশ কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে এসব চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দিয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া এই আদেশ বলবৎ থাকবে। মোট পাঁচটি বিভাগে এসব চিকিৎসকে সংযুক্তি দিয়ে পদায়ন করা হয়। এসব চিকিৎসকেরা করোনা ইউনিটে দায়িত্ব পালন করবেন।

পদায়ন করা চিকিৎসকের আজ মঙ্গলবারের মধ্যে পদায়ন করা কর্মস্থলে যোগ দিতে হবে। তা না হলে আগামীকাল বুধবার বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।দেশের বর্তমান পরিস্থিতি ও জননিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়া হয়।এই চিকিৎসকেরা আগের কর্মস্থল (মূল কর্মস্থল) থেকে বেতন-ভাতা তুলবেন। কারও বর্তমান কর্মস্থল ঠিক না থাকলে তিনি যেখানে কর্মরত আছেন সেখান থেকে অবমুক্ত হবেন এবং যথাসময়ে পদায়ন করা কর্মস্থলে যোগ দেবেন।এ ক্ষেত্রে আদেশ সংশোধনের প্রয়োজন হবে না। পদায়ন হওয়া চিকিৎসকদের একটি বড় অংশ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন। তাঁদের হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। ডেল্টা ভেরিয়েন্ট ব্যাপকভাবে ছড়িয়ে পরায় সাস্থ মন্ত্রনালয় জননিরাপত্তা বিবেচনায় এই ধরনের কঠোর সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

-শাহ্জামাল সাগর, ঢাকা বিভাগ

সর্বশেষ - চলনবিল