জাতীয় কবির ১৯২২ সালে ব্রিটিশ কারাগারে বন্দি অবস্থায় রচিত রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটি “বাঁশরী” (একটি নজরুল চর্চা কেন্দ্র) ডকুমেন্টারি ফিল্ম হিসেবে ধারণ করেন ২০১৮ সালে।সিনেমাটির পরিচালক হিসেবে কাজ করেছেন পেয়ার মোহাম্মদ। এক ঘন্টার এই ডকুমেন্টারি ফিল্মের সো চলাকালিন সময়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।
আজ সকাল ১০ টা জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলরুমে আয়োজিত হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী নিবেদিত ডকুমেন্টারি ফিল্ম “রাজবন্দির জবানবন্দি “। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে.এম.খালিদ, এম.পি।
প্রথমেই অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বাঁশরীর পক্ষ থেকে। এরপর অতিথিদের হাতে ক্রেস্ট এবং নজরুলের বই উপহার দেন বাঁশরীর সভাপতি ইঞ্জিনিয়ার ড.খালেকুজ্জামান। এরপর স্বাগত বক্তব্য দেন বাঁশরীর সাধারণ সম্পাদক জনাব জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী বলেন; “কাজী নজরুল ইসলাম হাজতে বন্ধি ছিলেন জেলে নয়,তিনি বিচারক হিসেবে সৃষ্টিকর্তার উপরই নির্ভর করেছিলেন।এই ডকুমেন্টরি ফিল্মে দেশপ্রেম এবং ভারতীয় স্বাধীনতা ফুটে উঠেছে দারুনভাবে ” বলেও তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী নজরুল ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক জনাব
মোহাম্মদ জাকির হোসেন, কবি নাতনি খিলখিল কাজী,বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ।
আলোচনায় মোহাম্মদ জাকির হোসেন বাঁশরীর ভূয়সী প্রশংসা করেন।তিনি বলেন;
“নজরুল সবসময় সত্য ও ন্যায়ের কথা বলতেন,স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি অনেক গান ও কবিতা রচনা করেছেন।ধুমকেতু যখন নিষিদ্ধ হয় তখন ১১ বছরের বালিকা লিরার লেখাও নিষিদ্ধ হয় কবি তখন লিরাকে সাধুবাদ জানান”।কবিকে বাঙালীদের মধ্যে ১ম সাংবাদিক মনে করেন বলে বক্তব্যে উল্লেখ্য করেন তিনি।

এরপর প্রিমিয়ার সো দেখানো হয়।
পরবর্তিতে বাঁশরীর সভাপতি ইঞ্জিনিয়ার ড.খালেকুজ্জামান বাঁশরীর ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন; “আমরা ২০১৬ সালে ডকুমেন্টারি ফিল্ম নির্মানের জন্য স্ক্রিপ্ট রেডি করতে থাকি, ২০১৮ সালে কাজ শুরু করি এবং ২০১৯ সালে কাজ শেষ করি।করোনা জটিলতায় প্রিমিয়ার সো করতে পারিনি”।
এই ফিল্মটি প্রাথমিক কাজ উল্লেখ করে কবির সৃষ্টিকর্ম নিয়ে আরো বৃহৎ পরিসরে কাজ করার অঙ্গীকার তিনি ব্যাক্ত করেন।
-শাহ্জামাল সাগর
ঢাকা