মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ৪৮ বোতল ফেন্সিডিলসহ গোলাম ফারুক ওরফে বেচুয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে র্যাব।
জানা গেছে, গত সোমবার বিকালে র্যাব-১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের চাকধাপাড়া গ্রামের বাবুলালের ছেলে মাদক ব্যবসায়ী গোলাম ফারুকেরর বাড়ীর সামনের রাস্তা থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। ওইদিন রাতেই র্যাবের পুলিশ পরির্দক ডিএডি তাপস চক্রবর্তী বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার সকালে তাকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।

