হাঙ্গেরির বিপক্ষে জার্মানির ম্যাচটা অন্য রকম এক উত্তাপ ছড়াচ্ছে। ইউরো ২০২০–এর শেষ ষোলোতে যাওয়ার একটা ব্যাপার তো আছেই। ইওয়াখিম ল্যুভের শিষ্যদের পরের রাউন্ডে যেতে আজ ১ পয়েন্ট পেলেই চলবে। কিন্তু হার, তাদের বিদায় করে দেবে প্রতিযোগিতা থেকে। ২০১৮ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়া জার্মানদের কাছে আরও একটি বড় প্রতিযোগিতায় প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়াটা রীতিমতো অচিন্তনীয়। কিন্তু ফ্রান্সের বিপক্ষে সবশেষ হাঙ্গেরি যে ফুটবল খেলেছে, তাতে কোচ ল্যুভের কপালে চিন্তার বলিরেখাটা থাকছেই।

