দেশের ৮৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত সংগঠন “পুসান” এর “কেন্দ্রীয় সাংগঠনিক কমিটি-২০২১-২২” ঘোষণা করা হয়েছে। দুটি ধাপে এ সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়। প্রথম ধাপের বিজ্ঞপ্তি গত ১৬ আগস্ট, ২০২১ (বৃহস্পতিবার), পুসানের সম্মানিত প্রধান উপদেষ্টা ও পুসান বন্ধু শেখ আব্দুস সোবহান, উপদেষ্টা ড.আমিরুল ইসলাম, উপদেষ্টা ড. লতিফুল ইসলাম, উপদেষ্টা এ্যাড. এস এম শহীদুল ইসলাম সোহেল এবং উপদেষ্টা মো. আইনুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- তানভীর আনোয়ার কে সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- মুরছালিন মিঠুকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশ প্রদান করা হয়।
তারই ধারাবাহিকতায়, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ৩১ আগস্ট, ২০২১ (মঙ্গলবার) ১৪৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এখানে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক, তথ্য ও জনসংযোগ সম্পাদক, প্রচার সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, আইন সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক, পরিবেশ বিষয়ক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সহ-সম্পাদক, কার্যকরী সদস্য পদ গুলো উল্লেখ পূর্বক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দেশের ৮৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাখা হয়েছে।
উল্লেখ্য, পাবলিক ইউনিভার্সিটি ষ্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর-বাংলাদেশ (পুসান) দেশের ৮৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত ও সাবেক নাটোরের প্রায় সাড়ে ষোল হাজার (১৬,৫০০) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ২০১৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আনোয়ারের নেতৃত্বে পুসানের অগ্রযাত্রা শুরুর পর থেকে সংগঠনের মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান, বৃক্ষরোপন কর্মসূচি, নাটোর জেলার সকল পর্যায়ের চাকুরীজীবি, উচ্চশিক্ষা অর্জন এবং যেকোনো মহৎ ও ভালো কাজ কারলে তাকে স্বীকৃতি প্রদান, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্ত্তি সহায়তা প্রদানের পাশাপাশি নাটোরসহ দেশের বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
প্রেস বিজ্ঞপ্তি- নান্নু , রাজশাহী বিভাগ