FreedomNews24 Logo
Wednesday, 24 April 2024
 1. অন্যান্য
 2. অপরাধ
 3. আন্তর্জাতিক
 4. আবহাওয়া
 5. খেলা
 6. চলনবিল
 7. চাকরি
 8. জীবনযাপন
 9. প্রযুক্তি
 10. বাংলাদেশ
 11. বিনোদন
 12. ভিডিও
 13. শিক্ষা
 14. শিল্প ও সাহিত্য
 15. সর্বশেষ

গুরুদাসপুরে একটি বৈদ্যুতিক সাবষ্ট্রেশন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ

প্রতিবেদক
5ngwm
June 22, 2021 6:39 pm

গুরুদাসপুরে একটি বৈদ্যুতিক সাবষ্ট্রেশন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে ষ্ট্রেশনটির উত্তরপাশের একটি সাপোর্ট ওয়াল ধ্বসে গেছে। মূল ভবনের ৩ ফিট দুর থেকে মাটি ধ্বসে পড়ায় ঝুঁকির মুখে পড়েছে সদ্য নির্মীত মূল ভবন ও বৈদ্যুতিক সঞ্চালন অবকাঠামো।
হেলে পড়া আরো তিনটি ওয়াল কাঠের পরিত্যাক্ত পোলের গুড়ি এবং মাটি দিয়ে আটকানোর চেষ্টা করছেন ঠিকাদার। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গুরুদাসপুর জোনাল অফিসের আওতায় গুরুদাসপুর উপজেলার নয়াবাজার মহাসড়ক ঘেষে ওই বৈদ্যুতিক সাবষ্ট্রেশনটি নির্মাণ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানাগেছে, ৬ কোটি ৬৩ লাথ ৯৮ হাজার ৫শ টাকা ব্যায় বরাদ্ধে সাবষ্ট্রেশনটির নির্মাণ কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান টিএস ট্রান্সফরমেশন লিঃ।
খোঁজ নিয়ে জানাগেছে, মহাসড়ক থেকে প্রায় ১২ ফিট নিচের ফসলি জমিতে মাটি ভড়াট করে মহাসড়ক পর্যন্ত সমতল করে তার ওপরেই নির্মাণ করা হচ্ছে সাবষ্ট্রেশনটি। মাটি ধরে রাখতে চারপাশেই সার্পোট ওয়াল নির্মাণ করা হয়েছে। মূলত মাটির চাপে ওই ওয়ালগুলোই ধ্বসে যাচ্ছে। এতে ঝুঁকি বেড়ে চলছে ।

গুরুদাসপুরে একটি বৈদ্যুতিক সাবষ্ট্রেশন নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ

সর্বশেষ - প্রযুক্তি