সাধারণ জনগন করোনাকে তুচ্ছ করে দেখছে।এজন্য অসচেতন ভাবে চলাফেরা করছে।তাই বাড়ছে করোনার প্রকপ।স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা গেছে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার রোগী শনাক্ত কমলেও বেড়েছে মৃত্যু। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৩৭৮ জন। আর মারা গেছেন ২১ জন। আগের দিন ১৫ হাজার ৪৪০ জনের করোনা শনাক্ত হলেও মারা যান ২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী ৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১২ জন। চট্টগ্রাম, খুলনা ও রংপুরে দুজন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন করোনায়।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনার রোগী শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। আগের দিনের চেয়ে শনাক্তের হার কমেছে। গতকাল হার ছিল ৩৩ দশমিক ৩৭ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩২৬ জন। এ সময় দেশে মোট ৪৬ হাজার ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। ক্রাইম রিপোর্টার (সাব্বির)