মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন আগামী ১ থেকে ৭ই জুলাই কঠোর লকডাউনে যাচ্ছে সরকার।দেশের সার্বিক পরিস্থিতি বিচার করে জাতীয় পরামর্শ কমিটি সহ সকলের সাথে আলাপ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন এবার সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ সশস্ত্রবাহিনীর সদস্যরা এই কঠোর লকডাউন নিশ্চিত করবেন। পাশাপাশি পূর্বের মতো এবার আর থাকছেনা মুভমেন্ট পাশ।চাইলেই যাওয়া যাবেনা যেখানে সেখানে।
তবে জরুরী সেবা সহ জরুরী সকল কিছু স্বাভাবিক ভাবে চলবে।দেশে করোনা সনাক্তের হার এবং মৃত্যুর হার বিবেচনা করে সরকার এই কঠোর লকডাউন দেয়ার সিদ্ধান্ত নেয়।এই লকডাউন আরো বাড়তে পারে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি জানান; পরিস্থিতি বিবেচনায় আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে। ইতিমধ্যে ২৮ জুন সকাল থেকেই মার্কেট এবং গণপরিবহন বন্ধ করে দিয়েছে সরকার।
- শাহ্জামাল সাগর
ঢাকা
