জোনাই হাফিজিয়া মার্দাসার ছাত্র সিহাব ও রাজিব নামে ২ ছেলে নিখোজ
ক্রাইম রিপোর্টার সাব্বির
গতকাল রাত আনুমানিক ৩ টার দিকে জোনাইল হাফিজিয়া মার্দাসা থেকে মোঃ সিহাব নামে একটি ছেলে হারিয়ে গেছে।ছেলের বাসা জোনাইল ইউনিয়ন এর দিঘইর গ্রামে।পিতাঃ মোঃ আছাদ ও মাতা মোছাঃ শিল্পি খাতুন।ছেলেটা জোনাইল ইউনিয়ন এর জোনাইল হাফিজিয়া মার্দাসার ছাত্র।হঠাৎ করে সিহাবকে রাজিব নামে অন্য একটা ছাত্র ডেকে নিয়ে চলে যায়।এই বিষয়ে জোনাইল হাফিজিয়া মার্দাসার শিক্ষক অবগত ছিলো না।সবাই যখন ঘুমে বিভোর তখন ২ ছাত্র মার্দাসা থেকে চলে যায়।সিহাবের সাথে রাজিব নামে ছেলেকে কেউ খুজে পাচ্ছে না।রাজিবের পিতার নাম মোঃ রান্টু।রাজিবের বাসা জোনাইল ইউনিয়ন এর প্রিয়ভাগ বাসা।রাজিবের বাবা মোঃ রান্টু রাজিবের ছবি চাওয়ায় ছবি দিতে অস্বিকার করে।এই দুই ছেলের বয়স একই বয়সী হবে।২ ছেলের পরিবার বড়াইগ্রাম থানায় হারানোর সাধারন ডায়েরি করে।বড়াইগ্রাম থানার অফিসার বলেন আমরা অভিযোগ পেয়েছি খোজার চেস্টা করছি।এদিকে ২ ছেলের পরিবার পাগোলের মতো খুজে বেরাচ্ছে বিভিন্ন এলাকায়।যদি কোন ব্যাক্তি এই ছেলে খুজে পান।এই ঠিকানায় যোগাযোগ করবেন।
মোবাইল নংঃ ০১৩০৩২২৩৯২৮
০১৬৪০১৮২২৫৪