বহু জল্পনা কল্পনার পর অবশেষে যেন জনতার বিজয় হল।এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কে ঘিরে কলাকুশলীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের আগ্রহ ব্যাপকভাবে প্রকাশিত হতে দেখা গেছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণ ইলিয়াস কাঞ্চন প্যানেল কে নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।হঠাৎ নিপুণ নির্বাচিত না হয়ে জায়েদ খান নির্বাচিত হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বহু শুভাকাঙ্ক্ষী এবং সিনেমা প্রিয় ভক্তরা।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন ঘিরে গঠিত আপিল বোর্ড চেয়ারম্যান সোহানুর রহমান সোহান ও সদস্য মোহাম্মদ হোসেন এফডিসির বাগানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তাঁরা এবারের শিল্পী সমিতির নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতা নিয়ে প্রাপ্ত তথ্য–উপাত্ত বিশ্লেষণ শেষে নতুন করে সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। অনিয়মের অভিযোগে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সোহান জানালেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণই হলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। এ সময় পাশেই বসে ছিলেন নিপুণ। বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কেঁদে ফেলেন নিপুণ। বলেন, সত্যের জয় হয়েছে। সারা দেশের মানুষের যেন আশার প্রতিফলন ঘটেছে এই ঘোষণায়।
- শাহ্জামাল সাগর
ঢাকা